*
দিগদর্শন ওয়েব ডেস্ক:
কাহিনীকার , সম্পাদক, ও পরিচালক সুস্মিত মণ্ডল তাঁর নতুন ছবি প্রতিদ্বন্দ্বী ছবির পোস্টার, গান ও ট্রেলার মুক্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সুমন গুহ প্রযোজিত প্রতিদ্বন্দ্বী ছবির চিত্রগ্রাহক অমিত ক্ষেত্রি , ও শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবিতে অভিনয় করেছেন রাহুল ,অনুস্মিতা সিং, সোহিনী, শ্রীজিতা, রঞ্জন বিশ্বাস, পুরঞ্জন কামিলা, মৌসুমী ভট্টাচার্য, এম এন সরকার, পীযুষ মণ্ডল, সুমন প্রমুখ। প্রযোজক সুমন গুপ্ত বলেন, ছবির গল্প একটি সামাজিক গল্পের আধারে তৈরি। সম্পুর্ণ পারিবারিক ছবি। শিল্পীরা সকলেই প্রায় নতুন হলেও তাঁদের অভিনয় দক্ষতাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। দর্শকদের চাহিদা পূরণের চেষ্টা করেছি। সংগীত পরিচালক পিনাক ভট্টাচার্য সুন্দর সুর করেছেন ছবির গানগুলিতে। চিরন্তন দীপিতার কণ্ঠে গানগুলি দর্শকদের ভালো লাগবে।