
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক: নিউটাউন কলকাতার এক বিলাসবহুল হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হলো টাইমস ইন্ডিয়া ই টি এফ এন্ড বি লিডার্স ইস্ট ২৫-২৬। আতিথেয়তা ওর উৎকৃষ্ট খাদ্য সংস্কৃতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এমন কিছু সংস্থার কর্তৃপক্ষকে নির্বাচন করে স্বীকৃতিস্বরূপ স্মারক ও সংসাপত্র তুলে দেওয়া হলো। স্মারক প্রদান করলেন অভিনেত্রী রিয়া সেন।

অনুষ্ঠানের একটি পর্যায়ে বাংলার খাদ্যসংস্কৃতি নিয়ে এক আলোচনা সভায় অংশ নেন জে সি মেমোরিয়াল এর সুদীপ্ত পাহাড়ী, এন আর এ আই কলকাতা প্রধান পীযূষ কঙ্কারিয়া, দি পার্কের রাজেশ রাও, নবোটেল কলকাতার জি এম রজনীশকুমার। সঞ্চালনায় ছিলেন আর জে অনুপ। পূর্বাঞ্চলের সাংস্কৃতিক রাজধানীর কলকাতায় টাইমস্ গ্রুপের এই অনুষ্ঠানের এক ঐতিহ্য ক্রমশ হোটেল পরিষেবা জগতে একটি সম্মানীয় অনুষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
