******
দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি অপটিক্যাল সলিউশন আয়োজন করল টাইমস্ রিয়েল এস্টেট পর্যবেক্ষণ ও টাইমস্ ব্র্যান্ড আইকনস ওয়েস্ট বেঙ্গল ২০২৪। এই অনুষ্ঠান দেশের অগ্রণী সফল বিভিন্ন শিল্পদ্যোগীদের উৎসাহিত করার জন্য প্রতি বছর হয়। এবারের অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ ছিল পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের উপস্থিতি। বিশেষ আমন্ত্রিত রাজ্য সরকারের আধিকারিক অত্রি ভট্টাচার্য প্রদীপ উজ্জ্বলন করেন।
রবিনা ট্যান্ডন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন শিল্পদ্যোগীদের নিষ্ঠা ও কর্ম প্রচেষ্টাকে উৎসাহিত করতে এমন অনুষ্ঠাপরোক্ষে দেশ ও সমাজকে প্রসারিত করে। আমি এই অনুষ্ঠানে এসে এই সফল ব্যক্তিত্বদের স্বীকৃতি সম্মান প্রদান করতে পেরে গর্বিত। দুটি প্যানেল আলোচনায় যোগ দেন এন বি সি প্রতিষ্ঠাতা ও সি ই ও দেবাশিস সেন, ডি টি সি গ্রুপের ডিরেক্টর প্রত্যুষ জালান, শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ এর পরিচালক গৌরব বেড়িয়াল, লিয়ান্স প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান মহেশ সোমানি। এঁদের হাতে সম্মান তুলে দেন রবিনা ট্যান্ডন, অত্রি ভট্টাচার্য, রাজ চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী।
দেশের গৃহ নির্মাণ শিল্পের প্রত্যেকেই এঁরা খ্যাতিমান ববাড়তি আকর্ষণ ছিল পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। রাজ তাঁর সদ্য মুক্তি প্রতীক্ষিত সন্তান ছবির প্রচারে আসেন। দেখানো হয় ছবির ট্রেলার। ক্ষয়িষ্ণু সমাজে সন্তানের কাছে বাবা মা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। একদিকে অবহেলা অন্যদিকে সন্তানের প্রতি অদম্য স্নেহ। এই টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। ছবির চরিত্রলিপিতে দেখা গেল মিঠুন চক্রবর্তী , অনুসুয়া সেনগুপ্ত , ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী সহ বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।