কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শুধু তোমাকেই ভালোবেসে ক্যালেকটিভ ব্যান্ডের গান

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: নভেম্বর বিপ্লব স্মরণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রগোষ্ঠীদের আয়োজনে গড়ে তোলা হয় সংগ্রামী বইপত্র মঞ্চ। ছিল বামপন্থী আদর্শের বই। ছিল সাংস্কৃতিক পরিবেশের গান, বিতর্ক, ক্যুইজ ইত্যাদি । পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের শেষদিনে শুধু তোমাকেই ভালোবেসে ক্যালেক্টিভ প্রেমের গানের ব্যান্ড নিজস্ব গানের পশরা নিয়ে হাজির হয়।

নতুন বইয়ের গন্ধে আর প্রেমের সুরের সঙ্গে গলা মেলান পথচলতি মানুষ। সুধাবর্ষী, অর্ঘ্য , প্রীতম, ঋতবান ও নীলাঞ্জন ভালোবাসার গানে আলপনা আঁকলেন দিনবদলের রঙে।

ব্যান্ডের অন্যতম সদস্য নীলাঞ্জন জানান, ব্যান্ডের প্রতিটি গান ব্যান্ডের নিজস্ব সৃষ্টি। সমাজের প্রতিটি স্তরের মানুষের মনের কথা প্রতিধ্বনিত করাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *