*
দিগদর্শন ওয়েব ডেস্ক: একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে জুড়ে দেওয়া, অন্যদিকে বিজেপি অন্য নেতাদের বঙ্গ ভঙ্গের দাবি। এর বিরুদ্ধে বাংলার শাসক দল , কংগ্রেস ও বামেদের প্রতিরোধে সামিল অখিল ভারত হিন্দু মহাসভারএক গোষ্ঠী। সম্প্রতিএক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনেরসভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, দিল্লিতে মন্দিরমার্গ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে কোনো বিভেদকামী শক্তি যদি পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে চায়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশে থেকে চক্রান্ত রুখতে পথে নামবে হিন্দু মহাসভা। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীকে আমরা অঙ্গীকার করে এসেছি এই সংকল্প।
চন্দ্রচূড়বাবু আরও বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে কিছু রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী চক্র বাংলা ভাগের চক্রান্ত করছে। উত্তরবঙ্গে ধর্মীয় অনুপাতে পরিবর্তন ঘটায় হিন্দু সনাতনীদের সংখ্যা হ্রাস পাচ্ছে যেভাবে তাতে আমরা চিন্তিত সত্যি, কিন্তু অনুপ্রবেশ রোখার দায় তো কেন্দ্রীয় সরকারের। অনুপ্রবেশের পর ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড তারা সংগ্রহ করছে বেআইনিভাবে। সবগুলোই কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণাধীন। তাই সনাতনী হিন্দু যাঁর ভারতীয় জনতা পার্টিতে আছেন, সেইসব কর্মী সমর্থক ও নেতৃত্বকে অনুরোধ অখিল ভারত হিন্দু মহাসভার যোগদান করে হিন্দু বাঙালির স্বার্থরক্ষাকরুন।
কলকাতায় রুবি হাসপাতালের কাছে এবারেও আমরা দুর্গাপুজোর আয়োজন করেছি। এবারের থিম হকার বন্ধুদের পাশে থাকার বার্তা নিয়ে পথের দাবির পাশাপশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক সংযোগ ও আত্মার সম্পর্ককে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাতে চলেছি পুজোর অনুদান যেন আমরা পাই এবং তিনি যেন আমাদের পুজোর উদ্বোধন করেন।