বঙ্গসন্তান সুদীপ ঘোষের আন্তর্জাতিক মানের আপারকেস ব্র্যান্ডের ট্রাভেলার্স লাগেজের বিপণী খুললেন কলকাতার সিটি সেন্টার ওয়ানে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : বাঙালির পায়ে সর্ষে। ভ্রমণপ্রিয় পর্যটক হিসেবে বাঙালির জগৎজোড়া খ্যাতি। রবিবার কলকাতার সিটি সেন্টারে ওয়ানে আন্তর্জাতিক মানের আপারকেস ট্রাভেলার্স লাগেজের বিপণী খুললেন বঙ্গতনয় সুদীপ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা রক ব্যান্ড ফসিলসের মুখ্য শিল্পী গীতিকার, লেখক, রেডিও জকি রূপম ইসলাম রূপম বলেন, শিল্পী হিসেবে একজন পর্যটক হিসেবে আমি খুবই সচেতন। আপারকেস ট্রাভেলার্স লাগেজের টেকসই স্টাইলিশ ডিজাইন আর লুক আমাকে আকর্ষণ করেছে ।

আপারকেস ব্র্যান্ডের কর্ণধার সুদীপ ঘোষ , জীবনের অনেকটা সময় বিখ্যাত ট্রাভেলার্স ব্র্যান্ডে সেলসির। হাকরি করার সুবাদে এই পণ্যের চাহিদা আছে। তবে দরকার্ট ন্যায্য দাম আর সঠিক মান। স্ত্রী সুকন্যা ঘোষের সহযোগিতায় সুদীপ ঘোষ বলেন,সততার আর্ট নিষ্ঠার নিয়ে বাঙালি জড়িত ব্যবসায় ব্রতী হয়,তাহলে সাফল্য আসবেই। আশা করি আগামীএক বছরের মধ্যেই দশ হাজার কোটি টাকার এই বাজারে একশ নিজস্ব বিপণী স্থান করতে পারব সারা দেশে।

এই পণ্যের অন্যতম বৈশিষ্ট্য পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি হয় এই ব্র্যান্ডে। এই মুহূর্তে দেশে ১৬০০ টি দোকানে মিলছে আপারকেস। র‍্যান্ডের ট্রাভেলার্স লাগেজ। আগামী দিনে দেশভরে চারহাজার বিক্রয়কেন্দ্রে মিলবে এই ব্র্যান্ডের পণ্য। ইতিমধ্যে বুলেট পণ্যটি রেড ডট ডিজাইন আওয়ার্ড প্রাপ্তি ঘটেছে। ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক, ডাফল ও শোল্ডার ব্যাগ ক্রেতাদের সন্তুষ্ট করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *