*
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি সল্টলেকের সেন্ট জোয়ান্স স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল প্রাঙ্গনে আয়োজন করে ফিজিক্স অ্যান্ড রোবটিক্স এক্সিবিশন এক্সোয়ারজিক ২০২৪। ফিজিক্স ও রোবটিক্স একজিবিশনে ছাত্রছাত্রীদের শৈল্পিক সৃষ্টি বিজ্ঞানতত্ত্বকে প্রতিষ্ঠিত করে। অংশ নেন স্কুলের প্রায় ১৫১ জন ছাত্রছাত্রী। প্রত্যেকেই অষ্টম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীর।২৯ টি উদ্ভাবনী মডেল প্রদর্শিত হয় এই এক্সিবিশনে যা বিকশিত ভারত প্রকল্পকে সমর্থন করে। অনুষ্ঠানে প্রদর্শিত হয় সুখোই এস ইউ ৩০ এম কে এল ও তেজস যুদ্ধ বিমানের মডেল, বন্দে ভারত ট্রেনের মডেল , ড্রোন আচার্য, অটোমেটিক ফায়ার এক্সটিঙ্গুইজার। ছাত্রছাত্রীদের নির্মাণ এই সব জিনিসগুলি প্রমাণ করে ছাত্রছাত্রীদের কর্মক্ষমতা ও বৌদ্ধিক বিকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পদার্থবিদ্যার অধ্যাপক অরুণাভ চক্রবর্তী। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক মহেন্দ্রনাথ সিনহা রায়, চিনা কনস্যুলেট বিভাগের ঝাঙ ঝি ঝং ও মিস হি লি, বিধাননগর পুরসভার তুলসী সিনহা রায় ওর টি সি এস রিসার্চ অ্যান্ড ইনোভেশন সংস্থার রঞ্জন পোদ্দার ও সৌরভ চ্যাটার্জি।
উল্লেখ্য করা যেতে পারে এই স্কুলের ১৪ জন ছাত্র সি আই এস সি ই ইন্টার – স্কুল রোবটিক্স চ্যাম্পিয়নশিপ২০১৪ প্রতিযোগিতায় রোবো ভিলা নিয়ে অংশ নেন। রোবটিক কার ও রোবটিক হাত নির্মাণ করে দীক্ষিতের পরিচয় দেয়।স্মাল্ট প্রিন্সিপাল দেবযানী ঘোষ জানান, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল দক্ষতার নিদর্শনে আমরা গর্বিত। স্থির বিশ্বাস , দেশের নিঘর নাগরিক হিসেবে আমাদের ছাত্রছাত্রীরা দেশের মুখ উজ্জ্বল করবে।