*
দিগদর্শন ওয়েব ডেস্ক : বাড়ছে শহর। বাড়ছে মানুষ। গতিময় জীবনে গণ পরিবহনেও ঘটছে বিপ্লব।একদিকে পরিবেশবান্ধব যান, অন্যদিকে সাশ্রয়ী ।বাজারে মাত করতে কলকাতায় এসেছে খ্যাতিসম্পন্ন হিরো কোম্পানির সহযোগিতায় রকেট ই ভি ই রিকশা। ওজনে হালকা কিন্তু জানদার। হিরো সাইকেল বা দু চাকা গাড়ির যাঁরা ব্যবহার করেন নতুন করে হিরো ব্র্যান্ডের পরিচয় করানোর প্রয়োজন নেই। ফাইবার গ্লাস ও স্টিল আয়রনে তৈরি এই ই রিকশা। নির্মাণ হচ্ছে লুধিয়ানায়। এই মুহূর্তে কলকাতার বাজারে পাঁচ হাজার রিকশা বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।
সোমবার দুপুরে কলকাতার স্ট্যান্ড রোডে নতুন অফিস প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রকেট ভি সংস্থার এম ডি আপনজিৎ সিং, সহযোগী প্রতিষ্ঠাতা ও সি ও ও পবন চৌধুরী, হিরো মোটর কোম্পানির সি ই ও এন পি গুপ্তা ও ভাইস প্রেসিডেন্ট মোহিত রত্নামণি। হিরো মোটরের সি ই ও এন পি গুপ্তা বলেন,আমাদের সমীক্ষা বলে, ভারতীয় বাজারের তুলনায় পশ্চিমবঙ্গে বাজারে সবার সেরা। আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখে পণ্য পরিষেবায় সেরা জিনিসটি আমরা ক্রেতাদের হাতে তুলে দিই। হিরো মোটরের ভাইয়ের প্রেসিডেন্ট মোহিত রত্নামণি বলেন, পূর্বাঞ্চলের চাহিদার সঙ্গে তালে মিলিয়ে বাংলার মাটিতে আমরা সেরা প্রযুক্তি দিয়ে থ্রি হুইল ই রিকশা ও বৈদ্যুতিন ট্রাই সাইকেল নির্মাণ করছি। রকেট ই ভি সংস্থার পক্ষে সহ প্রতিষ্ঠাতা ও সি ও ও পবন চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টর আপনজিৎ বলেন, আমাদের সংস্থার প্রতিটি কর্মীর নিরলস শ্রমের সার্থক অবদান আমরা প্রদান করছি। সরকারী সহযোগিতায় দূষণমুক্ত গণ পরিবহন শিল্পে আমরাত অগ্রণী সংস্থা।