
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ছাদ ঢালাই করবেন? কিম্বা ছাদে জলের ট্যাঙ্ক বসাবেন পিলারের ওপর? কিন্তু চলতি ব্যবস্থায় পিলারের স্টিল রডে বা ঢালাইয়ে ব্যবহৃত স্টিল রডে মরছে পড়ে অশক্ত হয়ে পড়ার সমস্যা থেকে যাচ্ছে।টাইট চিন্তিত? মুশকিল আসান করতে এসে গেছে রেজিন ও ফাইবারের রড। কোলকাতার দক্ষিণ প্রান্তের গড়ে উঠেছে তৃষ্ণর কোটি টাকার ফ্যাক্টরি।সেখানে নির্মিত হচ্ছে সাইট আধুনিক বিজ্ঞানসম্মত পণ্য। মাসিক হাজার টন উৎপাদন ক্ষমতা। এমনটাই জানালেন এ আর সি ইনস্যুলেশন্স সংস্থার অন্যতম প্রধান মণীশ বাজোরিয়া।
সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মণীশ বাজোরিয়া জানালেন, বিশ্ব জুড়ে সমাদৃত হচ্ছে উন্নতমানের জি এফ আর পি রিবার প্রযুক্তি। দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতার স্টিল রডের পরিবর্তে প্রায় তিনগুণ বেশি টেকশই ও মরচে মুক্ত এই রেজিন ও ফাইবারের মিশ্রণে তৈরি রড বিশেষত কার্যকরী। এই মুহূর্তে ভারতীয় সেতুর , মহাসড়ক নির্মাণে ও মেট্রো ওর উপকূলীয় প্রকল্পে স্টিল রডের বিকল্প পণ্য হিসেবে স্বীকৃতির পেয়েছে।কলকাতার চক্তিদিতের নির্মিত এই পণ্যের কাঁচামালের আমদানির হচ্ছে চিন ওর থাইল্যান্ড থেকে।ভারতীয় প্রসাধনীর সব ধরনের স্বীকৃতির ওর শংসাপত্রপ্রাপ্ত এই পণ্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু স্টিল রড নির্মাণকারী সংস্থাগুলির বাধায় সাইট রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন নতুন শক্তিশালী পণ্যের ব্যবহারে।দরকার মানুষের উপলদ্ধি।একদিকে স্টিল রডের চেয়ে তিনগুণ শক্তিশালী,মরছে বিহীন ,সস্তার এই বিকল্প পণ্যটি।
পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চল। ফলে জলে উচ্চমাত্রায় লোহা ও নুনের উপস্থিতি থাকায় ঢালাইয়ে ব্যবহৃত স্টিল রড মরচে পড়ে দূর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে মরচে নিরোধক স্টিল রডের চেয়ে তিনগুণ মজবুত রেজিন ও ফাইবার রড মুস্কিল আসানের উপায়। ডিলার, ডিস্ট্রিবিউটর ও ঘাম ঝরানোর টাকায় ইমারত নির্মাণে ঢালাই ও ছাদের জলের ট্যাঙ্ক বসানোর পিলারের জন্য এই পণ্যটি ব্যবহার একমাত্র বিজ্ঞানসম্মত উপায়।
