এম পি বিড়লা স্মারক পুরস্কারে মনোনীত হলেন সাড়া জাগানো অবদানের জন্য রেডিও অ্যাস্ট্রোনমির অধ্যাপক যশোবন্ত গুপ্তা

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের দুনিয়ায় ইসামান্তর অবদানের জন্য দ্বিবার্ষিক এম পি বিড়লা স্মারক পুরষ্কারের জন্য মনোনীত হলেন অধ্যাপক যশোবন্ত গুপ্তা। বিশিষ্ট শিল্পপতি প্রয়াত এম পি বিড়লার স্মৃতিতে প্রতি দুবছর অন্তর এই পুরষ্কার দেওয়া হয়।বৈজ্ঞানিক সৃজনী কর্মে বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতি:পদার্থবিজ্ঞান মহাকাশবিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এই মর্যাদাপূর্ণ পুরষ্কার দেওয়া হয় বিশিষ্ট বিজ্ঞানীদের।

২০২৫ এ মনোনীত অধ্যাপক যশোবন্ত গুপ্তা ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, পুণার ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ডিরেক্টর প্রফেসর। যশোবন্ত গুপ্তা তাঁর কর্মক্ষেত্রে অসামান্য যে নজির সৃষ্টি করেছেন এম পি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সংস্থার সচিব এস কে দাগা যিনি এম পি বিড়লা প্ল্যানেটেরিয়ামের পরিচালক সাংবাদিক বৈঠকে জানালেন, আমাদের যে লক্ষ্যে এই পুরষ্কার প্রদান, অধ্যালক যশোবন্ত গুপ্ত বৈজ্ঞানিক অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অধ্যাপক গুপ্তার এই সাফল্য মানবজ্ঞানের উন্নয়নে সহায়তা করবে। আমরা তাঁকে সম্মান জানিয়ে গর্বিত হবো।বিড়লা প্ল্যানেটোরিয়ামের কিউরেটর এর দত্ত জানালেন ৫ ডিসেম্বর বিড়লা প্ল্যানেটরিয়ামে নিজে উপস্থিত থেকে এই সম্মান গ্রহণের সম্মতির জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *