দিগদর্শন ওয়েব ডেস্ক : এই যুগে বাস করবেন অথচ সাইবার ক্রাইম নিয়ে চিন্তা করবেন না এমন সম্ভব নয়।ব্যাংক জালিয়াতি সতর্কতা , জালিয়াতি সতর্কতা বাতিউ,স্কাইএসএমআর সুরক্ষা, ডার্ক ওয়েব মনিটরিং সোহত বিভিন্ন সাইবার আক্রমণ রুখতের আই ও এস , অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ প্ল্যাটফর্মে উপলব্ধ অ্যান্টি ফ্রড এ আই প্রযুক্তি নির্মাণকারী কুইক হিলের যুগান্তকারী আবিষ্কার। ভার্সন ২৫ এও অ্যান্টি ভাইরাস রুখবে এই প্রযুক্তি।
কলকাতায় এই প্রযুক্তির উদ্বোধনে কুইক হিল টেকনোলজিস লিমিটেডের চিফ সি ই ও বিশাল সালভি জানান, ৩০ বছরের অভিজ্ঞতায় আমরা বুঝেছি সাইবার জালিয়াতি রুখতে এতদিন তেমন বহুমুখী সমাধান ছিল না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি স্বল্প খরচের বছরভর সুরক্ষার ভার আমরা পালন করব। গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় আমরা কঠোর। সম্প্রতি পোল্যান্ডের এডিল্যাব সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন কুইক হিল অ্যান্টি ভাইরাসকে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কিং অ্যান্টিভাইরাস হিসেবে স্বীকৃতি মিলেছে। এর ভিত্তিতেই কুইক হিল ২৫ সংস্করণ তৈরি হয়েছে। ছোট্ট ব্যবসা , সরকারি বেসরকারি সংস্থা ও কর্পোরেট সংস্থার উপযোগী এই সুরক্ষা কবচ মানুষের শুধু আর্থিক সুরক্ষা দেবে তাই নয়, মানসিক দুশ্চিন্তা দূর করবে।