
*******
দিগদর্শন ওয়েব ডেস্ক: ১০ জুলাই দক্ষিণ কলকাতারএকটি অভিযাত্রা ক্লাবে এমএসএমই মান নির্ধারণের শংসাপত্র প্রদানের এক সেমিনারের আয়োজন করে প্রগ্রেসিভ ইনোভেটরস্। সেমিনারে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সুবীর রায়চৌধুরী ও ডিরেক্টর এবং চিফ অফ ডিস্ট্রিবিউশন মৌমিতা রায়চৌধুরী
সাংবাদিকদের সুবীর রায়চৌধুরী জানান, পশ্চিমবঙ্গের অর্থনীতির মূল চালিকাশক্তি এম এস এম ই প্রকল্পের উদ্যোগপতিরা। এইসব সংস্থার নির্মিত পণ্যের গুণমান নির্ধারণ , মান বজায় রাখা ও সরকারি স্বীকৃতি ক্ষেত্রে মানোন্নয়ন পাওয়ার ক্ষেত্রে সরকারি স্বীকৃতির একটি গুরুত্ব আছে।সাইট ধারাবাহিক পদক্ষেপের ওপর পণ্যের প্রতিটি গ্রাহকদের আস্থা বাড়ে। যারফলে প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের ইতিবাচক চাহিদা তৈরি হয়।পণ্য নির্মাতা সংস্থা সাফল্যের পায়।প্রগ্রেসিভ ইনোভেটরস্এই প্রকল্পের শিল্প সংস্থাগুলিকে শংসাপত্র প্রদান করে। একটি যথার্থ পণ্য নির্মাণকারী সংস্থা বিবিসিআন্তর্জাতিক বাজারেও স্বীকৃতি পায়।
সংস্থার অন্যতম পরিচালক ও বিপণন প্রধান মৌমিতা রায়চৌধুরী বলেন, প্রগ্রেসিভ এমন একটি সংস্থা সরকারি সহায়তা ও সচেতনতা গড়ে তুলতে পেশাদারী পরামর্শ দিয়ে সার্টিফিকেশন কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ পরিষেবা দিয়ে দক্ষত করে তোলে।