বাংলায় ১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করণ পলিমার্স প্রাইভেট লিমিটেডের

*********

দিগদর্শন ওয়েব ডেস্ক: কয়লার উনানের পাশাপশি বৃটিশ ভারতেই গ্যাস পরিষেবা শুরু ১৮৬০ সালেই। ছিল দুটি সংস্থা। বোম্বে গ্যাস কোম্পানি ও ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি লিমিটেড। প্রথমটি পরিষেবা দিত বোম্বে অধুনা মুম্বাই শহরে অন্যটি কলকাতায়। বর্তমানে কলকাতার সংস্থাটি গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড। দেশের অন্যান্যর রাজ্যেও শিল্প ও গৃহস্থের ঘরে গ্যাস বিতরণ করছে ইতিমধ্যে কলকাতা ও সংলগ্ন পাইপে প্রাকৃতিক গ্যাস বিপণন শুরু হতে চলেছে। এই প্রেক্ষিতে নিরাপদ এম ডিপিই পাইপ নির্মাণের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করণ পলিমার পাইপিং সলিউশন গ্যাস পাইপ নির্মাণ ও সরকারি প্রকল্পে সরবরাহের ঘোষণা করল এক সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল ও এক্সিকিউটিভ ডিরেক্টর কুণাল আগরওয়াল।

সংস্থার পক্ষে আরও জানানো হয়, কলকাতার গ্যাস পাইপ প্রকল্প যা নিয়েছে প্রশাসন সেক্ষেত্রে চাহিদা পূরণে বাংলায় গড়ে তোলা হচ্ছে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি উৎপাদন কেন্দ্র। যেখানে প্রায় পনেরো শ কর্মীর চাকরি হবে। ইতিমধ্যে এই সংস্থা জল বিপণনে প্রয়োজনীয় এম ডিপিই পাইপ নির্মাণে অগ্রণী। পরিচালকদ্বয় জানান, গত বছর থেকে প্রচলিত ধাতব পাইপের বদলে ৪৫০ মিটার গভীরতা পর্যন্ত ব্যবহারের ইউ পি ভি সি কেসিং ও স্ক্রিন পাইপ ব্যবহৃত হচ্ছে। এই সংস্থা নির্মিত পাইপ ও ফিটিংস পূর্ব ভারতের সমস্ত প্রধান রাজ্য ও কেন্দ্রীয় জল প্রকল্পে ব্যবহৃত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *