ঠিকা মালিক প্রথা বাতিল ও বাংলা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রোগীকল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্য কেন্দ্র

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক : বাম আমলে সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরির ও অন্যান্য যে সব বঞ্চনার শিকার হয়েছিল , এখনবিজেপি ভক্ত একশ্রেণীর মালিক গোষ্ঠী সেই পুরানো বঞ্চনা ফিরিয়ে ছাঁটাই , অর্থের বিনিময়ে লোক নিয়োগ, সরকারি বরাদ্দ অর্থ লুঠ করার কাজে নেমেছে। উদ্ষ্টিপ্রণোদিতভাবে এই কুকর্ম চলছে রাজ্যের শাসক দলের জন প্রতিনিধিদের নাম ভাঁড়িয়ে।

কলকাতায় প্রেসক্লাবে এক সাংবাদিক সন্মেলনে এমনই অভিযোগ করলেন সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকা কর্মী ঐক্য কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে সংগঠন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে। সংগঠনের দাবি,রাজ্যসরকার দ্রুত ঠিকা কর্মীদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করুক। ছাঁটাই কর্মীদের পুনর্বাসন দেওয়া হোক। ষড়যন্ত্রকারী বিজেপি সংযোগ রাখা মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

পাশাপাশি বাংলা ও বাঙালি ধ্বংসের যে ষড়যন্ত্র কেন্দ্রীয় শাসক দল করছে , তার বিরুদ্ধেও সংগঠন প্রতিবাদ জানিয়ে বলে, এন আর সির নামে বাঙালিকে মধ্যযুগীয় দাস প্রথায় নিয়ে যাওয়ার বিরুদ্ধেও সংঘবদ্ধ প্রতিবাদ করতে হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অরাজনৈতিক সংগঠনের পক্ষে বিশ্বনাথ চক্রবর্তী এবং উদ্বাস্তু সমস্যা আন্দোলনের কর্মী, লেখক মানিক ফকির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *