
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতীয় নৃত্যচর্চা কেন্দ্র হিসেবে ২০০১ সালে গড়ে ওঠে ক্রিয়েটিভ ড্যান্স ওয়ার্কশপ কলকাতা। শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, ছৌ নৃত্যের পাশপাশি সমকালীন নৃত্য শিক্ষাও এই সংস্থার অন্যতম আকর্ষণ। প্রযোজনা তালিকায় রবিকবির বধূ কবিতা অবলম্বনে বেলা যে পড়ে এক জলকে চল, ছৌ ও গম্ভীরা আঙ্গিকে রুদ্রভৈরব , ছৌ নৃত্যের আঙ্গিকে তাসের দেশ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী কবি ল্যাংস্টনহিউসের কবিতা অবলম্বনে সুদূর দক্ষিণে ডিকসি তে ও আরও নৃত্য নির্মাণ।

সম্প্রতি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে নৃত্যোৎসবের শুভ সূচনা করেন প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী অনিতা মল্লিক, ক্রিয়েটিভ ড্যান্স ওয়ার্কশপের কর্ণধার শেলী পাল। উৎসবের প্রথম নিবেদন ছিল অত্তদীপের বুদ্ধকারিকা। পরিচালক ছিলেন মধুশ্রী চৌধুরী। রবিকবির বধূ কবিতা অবলম্বনে অরিন্দম মুখার্জির বহরমপুর কলাক্ষেত্র ড্যান্স গ্রুপ পরিবেশন করেন অশ্রু নদীর সুদূর পারে। অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল শিশুতীর্থ অবলম্বনে কলাপী’র নাট্যকাব্য প্রযোজনা । পরিচালনায় ছিলেন সুমিতা নন্দী।