বেশ্যার বারমাস্যা
পর্ব:১৬৮ প্রাচীন বৈশালী নগর। সুজিৎ চট্টোপাধ্যায় : বেশ কয়েকটি পর্বে বিষকন্যা নিয়ে বলছি। শিব মিশ্র কন্যাটির নাম রাখেন উল্কা। তাকে নিয়ে গঙ্গার অপরপাড়ে লিচ্ছবী দেশে বৈশালীতে পলায়ন করেন। প্রজাপীড়ক অত্যাচারী নিষ্ঠুর রাজার বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করে। গর্জমান চণ্ডকে সিংহাসন থেকে টেনে নামানো হয়। তাঁর মণিবন্ধ পর্যন্ত হাত কেটে ফেলা হয়। জঙ্ঘাগ্রন্থি থেকে পা দুটি কেটে…
