হিন্দু রাষ্ট্র গঠনের পথে ভোটের আগে আর এক ধাপ সি এ এ কার্যকর কতটা অশনি সংকেত?
পর্ব ২ সুজিৎ চট্টোপাধ্যায়: বনগাঁয়ে মতুয়াদের কাছে ঠাকুর বাড়ির সত্ত্বাধিকারী শান্তুনু ঠাকুর বলছেন দেখলেন তো , সবুরে মেওয়া ফলে। আনন্দে উদ্বেল মতুয়াদের এক বড় অংশ। ঢাকঢোল, কাঁসর আর শিঙ্গার আওয়াজে মতুয়ানগর মুক্তির স্বাদ অনুভব করছেন। কিন্তু যে ফল হাতে পেলেন সেটি বিষ বৃক্ষের ফল নয়ত? যখন বুঝবেন তখন মূল নিবাসী বাঙালির যতটা ক্ষতি হবে সেটা…