দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উৎসব-দ্রোহ-আন্দোলন ২০ অক্টোবর, রবিবার রাত ১০ টায়
দিগদর্শন ওয়েব ডেস্ক: যখন গোটা কলকাতা দুর্গাপুজোর উৎসবে মগ্ন, তখন শহরের অন্য এক প্রান্তে গড়ে উঠেছিল ভিন্ন এক দৃশ্য। জুনিয়র ডাক্তারদের এক প্রতিবাদমুখর দল, তাঁদের দশ দফা দাবির জন্য পথে নেমেছেন। শহরের এই প্রতিবাদ, যা পুজোর মহাসমারোহের মধ্যে ন্যায়বিচারের নিরন্তর চাহিদাকে তুলে ধরছে, উঠে আসছে বিশেষ প্রতিবেদনের আলোকে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন শুধু চিকিৎসা ক্ষেত্রে…