নারীর অভিভাবক পুরুষ? তাই পুরুষের মঙ্গল কামনাতেই ভাইফোঁটা?
পর্ব :২ ( শেষাংশ) হিন্দু শাস্ত্র মৈত্রায়নী সংহিতায় নারী অধিকার অস্বীকার করা হয়েছে। এমনকি নিজের দেহকেও অবাঞ্ছিত সম্ভোগ থেকে রক্ষা করারও অধিকার দেওয়া হয়নি। সুজিৎ চট্টোপাধ্যায় : নারী তাঁর অস্তিত্ব রক্ষায় নিজের অধিকারটুকুও পায়নি ধর্মীয় শাস্ত্রে। সুকুমারী ভট্টাচার্য লিখছেন, বারবার বলা হয়েছে, যে নারীর সভায় যাওয়ার অধিকার নেই ( মৈত্রায়ণী সংহিতা ৪/৭/৪; কোনো শিক্ষা পাওয়ার…