নিফ গ্লোবাল আয়োজন করল আগমনী ২০২৫

দিগদর্শন ওয়েব ডেস্ক : অগ্রণী ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন শিক্ষাকেন্দ্র নিফ গ্লোবাল সল্টলেক সম্প্রতি নিজস্ব কেন্দ্রেপালন করল আগমনী ২০২৫। ভারতের প্ল্যাটিনাম সেন্টারের হিসেবে স্বীকৃত এই প্রতিষ্ঠান পেশাগত উৎকর্ষ, ব্যবহারিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের । অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের নেতৃত্বে পরিচালিত সাইট প্রতিষ্ঠান একটি সৃজনশীল পেশাজীবীর হিসেবে গড়ে তোলে।

ক্যাম্পাসের বি ভক, বি ডেস, এম ভক সহ ফ্যাশন ওর ইনটেরিয়র ডিজাইনে ২ বছরের সার্টিফিকেশনের প্রোগ্রাম পরিচালনার করে। পাশাপাশি সফল ছাত্রছাত্রীদের স্থায়ী ওলেসমেন্টার্ট ব্যবস্থার করে। আগমনী ২০২৫ শীর্ষক প্রাক – পূজা ফ্যাশন শো নিবেদন করে। প্রতিটি পোশাক ও আনুষঙ্গিক জিনিষ ছাত্রছাত্রীদের নিজেদের সৃজনীর শক্তি দিয়ে নির্মাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *