দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার উপনগরী রাজারহাট নিউটাউন। ডিরোজিও কলেজের কাছে টুইন রেস্তোরাঁ টেরাকোটা টেলস অ্যান্ড মিস্টেরিয়াস অ্যান্ড মোচাতে এবার আয়োজন হয়েছে বাংলা খাবারের ব্যুফে। ব্যুফেতে থাকছে স্বাগতম পানীয় , লুচি, আলুরদম, ভাত বাসন্তী পোলাও, ঝুরি আলু ভাজা, লাল শাক ভাজা, সবজি মুগের ডাল, শুক্তো, বেগুনি, ঝিঙে আলু পোস্ত, ধোকার ডালনা , ভেটকি ফ্রাই, ভেটকি কাঁটা চচ্চড়ি, পাবদা সর্ষে, চিকেন কষা, আলু কচি পাঁঠার ঝোল, মিক্সড চাটনি, পাঁপড়, পায়েস, মাখা সন্দেশ, মিষ্টি দই ও পান। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন গায়িকা জোজো মুখার্জি।