TV9 বাংলা নিউজ সিরিজ “অজানা জাকির” ২২ ডিসেম্বর, রবিবার, রাত দশটায়*

দিগদর্শন ওয়েব ডেস্ক:সুরের দুনিয়া ছেড়ে চলে গেলেন একজন কিংবদন্তি। যার তালের ছন্দে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়েছে—উস্তাদ জাকির হুসেন। TV বাংলার নিউজ সিরিজ “অজানা জাকির”, এই মহান শিল্পীর জীবন, সুর এবং তাঁর বিশ্বজয়ী সৃষ্টির উদযাপন।

জাকির হুসেন শুধুমাত্র তবলার একনিষ্ঠ সাধকই নন, তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক গ্লোবাল অ্যাম্বাসাডর। শক্তি ব্যান্ডের মাধ্যমে তাঁর ফিউশন সঙ্গীত ওয়েস্টার্ন ক্লাসিকালকে মিশিয়ে দিয়েছে শাস্ত্রীয় ঘরানার সঙ্গে। জাকির হুসেনের প্রতিটি সঙ্গত, প্রতিটি এক্সপেরিমেন্ট শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। খানদানি রক্ষণশীলতা ভেঙে নিয়ে গেছে কাল-সীমানার গণ্ডি ছাড়িয়ে। তাঁর জীবনের প্রতিটি বাঁকে সঙ্গীতের প্রতি তাঁর অগাধ ভালোবাসার গল্প উঠে এসেছে তাঁর সতীর্থদের মুখে। তাঁর বিনয়, তাঁর বাবা উস্তাদ আল্লা রাখার আদর্শ, এবং তাঁর সৃষ্টির অন্তর্নিহিত শক্তির গল্প। তাঁর প্রাণবন্ত বুদ্ধিমত্তা ও নিবিড় ভালোবাসার গল্প। পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পন্ডিত শুভেন চট্টোপাধ্যায়, পন্ডিত বিক্রম ঘোষ, পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, পন্ডিত কুমার বোস ও পন্ডিত তন্ময় বোসের সাক্ষাৎকারে উঠে এল জাকির হুসেনের অজানা গল্প। এক অন্য জাকিরের কথা। তাঁর সৃষ্টি, তাঁর জীবনদর্শন এবং জীবনের গল্প নিয়ে হাজির হবে

TV9 বাংলা নিউজ সিরিজ “অজানা জাকির”। ২২ ডিসেম্বর, রবিবাররাত দশটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *