
******
দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলায় আগত বিধানসভার নির্বাচনের প্রেক্ষিতে জলকাতায় নতুন রাজনৈতিক দলের উত্থান। শিক্ষা সমৃদ্ধি পার্টি। প্রতীক কলমের নিব। রবিবার বিকেলে কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের এই নতুন দলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দলের সভাপতি অভিমন্যু শান্ডিল্য। অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিও চিত্রে দলের সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে অভিমন্যু শান্ডিল্য জানান, তাঁদের পর্যবেক্ষণ আগামী বিধানসভার নির্বাচনে কোনো একক দলের সরকার হবে না।নবজাতক শিক্ষা সমৃদ্ধি পার্টি রাজ্যে ৫০ টির বেশি আসনে প্রার্থী দেবে। অবশ্যই নবনির্বাচিত কোয়ালিশন সরকারের শরিক হবে।
অভিমন্যু শান্ডিল্য আরও জানান, বর্তমান ক্ষমতার অধিকারী বিভিন্ন দল ভিক্ষা দিয়ে ভোট কেনার যে অপপ্রয়াস চালাচ্ছে ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে। তাই দরকার, জনগণের নিজস্ব দল। শিক্ষা সমৃদ্ধি পার্টি সেই অসাধ্যসাধন করবে।
এদিনের অনুষ্ঠানে পার্টির রূপরেখা স্পষ্ট করেন দলের মুখপাত্র শুভব্রত রায়। তিনি বলেন, রাজ্য জুড়ে সংগঠন তৈরির কাজে প্রচুর সাড়া মিলছে। যথার্থ অর্থে সোনার বাংলা গড়ে তুলতে, রাজ্যের হৃতগৌরব ফিরিয়ে আনতে দল দৃঢ়প্রতিজ্ঞ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহালম মোল্লা ও কোষাধ্যক্ষ গৌতম বাগচী।
