******
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি মধ্য কলকাতায় জাতীয় কংগ্রেস প্রভাবিত জীবনবীমা কর্মী সংগঠনের সর্বভারতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। দেশজুড়ে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বহু সংখ্যায়। অনুষ্ঠানে সম্মানিত করা হয় কংগ্রেস সাংসদ এম কে রাঘবন পশ্চিমবঙ্গ রাজ্য আই এন টি ইউ সির সভাপতি কামরুজ্জামান কামার, এ আই সিসির মুখপাত্র মিতা চক্রবর্তী, জীবনবীমা সংগঠনের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক ভি নরসিংহন, পূর্বাঞ্চল সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর, আই এন টি ইউসির অধীনস্থ সর্বভারতীয় জীবনবীমা আধিকারিক সংগঠনের সাধারণ সম্পাদক টি রামচন্দ্রন।
কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ যখন থেকে মোদী নেতৃত্বে দেশে এক হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বেসরকারি কর্পোরেট পুঁজির হাতে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা বিক্রি শুরু করেছে। এল আইসির শেয়ার বিক্রিও একই কারণে। বিদেশি জীবনবীমা সংস্থাকে বাজারে স্থাপিত করতে রাষ্ট্রায়ত্ত জীবনবীমা প্রকল্পকে ব্রাত্য করা হচ্ছে। সেই অভিযোগের সুর শোনা গেল এদিনের সন্মেলনে।
এদিনের সম্মেলনে বক্তাদের আলোচনায় মূলত সাতটি দাবি আলোচিত হয়। এক, সমস্ত বীমা প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি অবিলম্বে প্রত্যাহার, দুই, নতুন শ্রম আইন প্রত্যাহার, তিন, সি ১৯০ -এর ভারতের সরকারের তরফে অনুমোদন, চার, প্রতি পাঁচ বছরে পেনশন প্রকল্প পুনর্বিবেচনা, ছয়) বীমা খাতে আর কোনো এফ ডি আই বৃদ্ধি নয়, সাত) তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে নিয়োগ। দুদিনব্যাপী এই সম্মেলনে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের জীবনবীম নীতির তীব্র সমালোচনা ও এই জনবিরোধী কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনগতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।