
দিগদর্শন ওয়েব ডেস্ক: নারায়ণা স্কুল মহেশতলা আয়োজিত দ্বিবার্ষিক স্পোর্টস মিট ২৫-২৬ অনুষ্ঠিত হলো সম্প্রতি। ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ( এস ডি জি এস) -এর বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বড়দিনের উৎসবের আনন্দকে একসূত্রে গেঁথে হিল দ্য ওয়ার্ল্ড শীর্ষক ক্রীড়ানুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার ও কোচ অর্ণব নন্দী। হেড গার্ল ও হেড বয়ের আনুষ্ঠানিক স্বাগত বক্তব্যের পর স্বাগত ভাষণ দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা দেন প্রধান শিক্ষক বিশ্বনাথ পাণ্ডে। প্রতীকী মশাল প্রজ্জ্বলন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় নার্সারি থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ক্ষুদে পড়ুয়ারা এলভস অ্যাট ওয়ার্ক ও ড্যাশিং রেইন্ডিয়ার্স বড়দিন থিম ভিত্তিক দৌড় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। পরিবেশিত হয় ক্যারোলস ম্যাশআপ। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা ৮০ মিটার,১০০ মিটার,২০০ মিটার ও ৪০০ মিটার রিলে রেসে যোগ দেয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
