জিও – বৃটিশিয়ামের ৫০০ ভেন পলস্ ইভিচার্জিং স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ মুকেশ আম্বানির

দিগদর্শন ওয়েব ডেস্ক : পরিবেশ দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা এখন বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সংস্থা বাস, চার চাকা ও দু চাকার ব্যাটারিচালিত যান বাজারেএনেছে। কিন্তু ব্যাটারির জন্য দরকার চার্জিং স্টেশন। আম্বানি গ্রুপ ব্রিটিশ পেট্রোলিয়াম নেটওয়ার্কের সঙ্গে যৌথ উদ্যোগে দেশীয় বিভিন্ন প্রান্তে ইভি চার্জিং স্টেশন পরিষেবা শুরু করেছে।

গত এক বছরে এই দুই সংস্থার যৌথ উদ্যোগের ইভি চার্জিং স্টেশন ১৩০০ থেকে বারের হয়েছে ৫০০০। এই চার্জিং স্টেশনগুলিতে ৯৫ শতাংশ দ্রুত চার্জের জন্য উচ্চগতির ইলেকট্রন সরবরাহ করে যা দেশের সবচেয়ে নিরাপদ নেটওয়ার্ক তৈরি করেছে।দ্রুত চার্জিং পরিষেবার জন্য অত্যাধুনিক জিও – ব্রিটিশ বিদ্যুৎকেন্দ্র পলসিং অ্যাপের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সটি ও নিতায় মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এইট বিশেষ পরিষেবায় মএবার ৪৮০ কিলোওয়াট চার্জিং ষ্টেশনের মুক্তি অনুষ্ঠানে উপস্থিত আম্বানির সংস্থার তরফে অনন্ত এম আম্বানি বলেন, জিও – ব্রিটিশ ইন্টারনেট নেটওয়ার্ক ভারতে এই প্রকল্পে অগ্রণী হয়েছে।

ব্রিটিশ পেট্রোলিয়ামের পক্ষে কে সি ই ও মেরে অকিনক্লোস বলেন, আমরা ইভি সম্পর্কে সচেতনতা প্রচারকরার সঙ্গে চার্জিং পরিষেবা সহজের মেলার ব্যাবস্থা করা হয়েছে। এই যৌথ প্রচেষ্টা লক্ষ লক্ষ ইলেক্ট্রনিক্স ভেকেল ব্যবহারকারীদের সমস্যার মুক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *