
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : কলকাতা ফুটবলের ইতিহাসের ক্লাব ক্যান্টিনের একটা বিশাল ভূমিকা আছে। ক্লাব ক্যান্টিনের ঘুঘনি, আলুরদম, ওমলেট তো বটেই পাঁউরুটি আর ঝোলা গুড় নয় মিললেও পাঁউরুটি আর চিকেন স্টুর খ্যাতি ভারত জুড়ে। করোনা পরিস্থিতির পর মোহনবাগান শিবির ও ক্যান্টিনের আমূল পরিবর্তন হয়েছে। ক্লাব ক্যান্টিনে জুস থেকে চা কফি, সিঙ্গাড়া কচুরি থেকে স্টু, কারি থেকে চাউমিন হরেক কিসিমের আয়োজন।
মোহনবাগান দিবসের প্রেক্ষিতে দেশের সর্ববৃহৎ ডিজিটাল জার্নালিস্ট সংগঠন ওয়েব জার্নালিস্ট এসোসিয়েশন অফ ইন্ডিয়া সম্প্রতি মোহনবাগান ক্লাবে ক্যান্টিনকে দেশের সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন হিসেবে নির্বাচিত করল। সংগঠনের সভাপতি ড: চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সংগঠনের বিচারকমণ্ডলী মোহনবাগান ক্লাব ক্যান্টিনে উপস্থিত হয়ে সেরা পুরস্কারটি তুলের দেওয়া হয় ক্যান্টিনের দুই কর্ণধার প্রীতম মুখার্জি ও পলাশে মুখার্জি ওরফে কাজুদার হাতে।

সাংবাদিক সংগঠনের সভাপতি ড: চন্দ্রচূড় গোস্বামী বলেন, ভারতে বিখ্যাত ক্যান্টিনের অভাব নেই। আমাদের বিচারে আলাদা আলাদা বিভাগে কিছু ক্যান্টিন শ্রেষ্ঠত্বের বিচারে মনোনীত হয়েছে। কিন্তু সেরার সেরা বিচারের একধাপ এগিয়ে মোহনবাগান ক্লাব ক্যান্টিন।
সেরার সেরা স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বিচারকদের মধ্যে ছিলেন ড: চন্দ্রচূড় গোস্বামী, অফিস সচিব অনামিকার মণ্ডল, বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস, শিল্পী সুরথ চক্রবর্তী, পণ্ডিত সুভাষ সিংহ রায়, মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী, সমাজসেবী সোমা দে মণ্ডল সহ বিশিষ্ট কয়েক ব্যাক্তিত্ব। ক্যান্টিনের দুই কর্ণধার সেরার সেরা স্বীকৃতিতে ওয়েব জার্নালিস্ট এসোসিয়েশন অফ ইন্ডিয়াকের অতিরিক্ত কৃতজ্ঞতা জানান।