দিগদর্শন ওয়েব পেজ: যাদবপুরের শ্রী কলোনির মাঠে হাজার হাজার মানুষের সমাবেশে বামনেত্রী মীনাক্ষী মুখার্জি মিমি চক্রবর্তীর নাম উল্লেখ করে বলেন, সেলফি তুলে মুখে পাউডার লিপস্টিক মেখে জনসেবা হয় না। ভোটের পর তাঁকে আর দেখা যায়নি। তৃণমুল বুঝেই এবার আর তাঁকে প্রার্থী করেনি।
কোলকাতার লোকসভার প্রার্থী তালিকায় সকলের নজর একদা বাম দুর্গ যাদবপুর। গতবার এই কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রায় ২ লক্ষ ২২ হাজার ৪৯৯ ভোটে হারান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনুপম হাজরাকে । তৃতীয় হন বাম দলের বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিজেপি প্রার্থীর চেয়ে প্রায় এক লক্ষ ভোটে পিছিয়ে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।মানুষের কাছে যা ছিল অবিশ্বাস্য।
গত অতিমারীতে ঘুরে দাঁড়ায় বামেরা। রেড ভলেন্টিয়ার নামে বাম যুবরা সেখানে গড়ে তোলেন শ্রমজীবী ক্যান্টিন। সেই ক্যান্টিন আজও চলছে।
এবারের পরিস্থিতি আলাদা। একসিকে রাজ্যের শাসকদলের বিরূদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ। কয়েকজন মন্ত্রী নেতা আমলা জেলে।
বিজ্ঞাপন
অন্যদিকেবিজেপি সি এ এ নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে সঙ্গে নির্বাচনী বন্ড নিয়ে আদালতের তিরষ্কার। সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্রের শাসক দুই দল বিপাকে।সেখানে বামেরা এনেছেন নতুন মুখ। বিশেষ করে মীনাক্ষী মুখার্জি বাম ও শাসকদল সম্পর্কে বীতশ্রদ্ধ মানুষের কাছে বিকল্প হয়ে উঠছেন। তাঁর জনপ্রিয়তার অনুমান মিলল শনিবার যাদবপুর শ্রী কলোনির মাঠে আয়োজিত বামেদের এক নির্বাচনী সমাবেশে। মাঠ উপচে পড়া ভিড়ে বক্তব্যরাখেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রার্থী সৃজন ভট্টাচার্য। মূল আকর্ষণ ছিলেন ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি।
মীনাক্ষী তাঁর ভাষণে বলেন, নির্বাচনী বন্ড কেলেঙ্কারি আসলে সুপারি কিলারের খেলা । অসৎ ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার মূলধনের চেয়ে বেশি টাকা দিয়েছেন দুই দলের তহবিলে। বিজেপি নেতা ও রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদী সুপারি কিলারের বাপ বেরিয়েছে। রাজ্য টাকা নিয়ে গোয়েঙ্কাকে লাগামছাড়া বিদ্যুতের দাম বাড়াতে দিয়েছে। ওষুধ কোম্পানি চাঁদা দিয়ে ওষুধের দাম বাড়িয়ে নিয়েছে। মোদী সুপারি কিলারদের বাপ হয়েছে।আমাদের গায়ে কাদা নেই। এবার যাদবপুরের মানুষ লাল আবির মাখবেন এই বিশ্বাস রাখছি।