আন্তর্জাতিক নারী দিবসে গুণী নারীদের সম্বর্ধনা দিল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গন

শ্রীজিৎ চট্টরাজ: ৮ মার্চ। নারী দিবস। বিশ্ব জুড়ে দিনটি পালিত হয় অর্ধেক আকাশ নারীদের শ্রদ্ধা জানাতে। আমাদের রাজ্যে ও কলকাতা শহরে বিভিন্ন রাজ্যে দিনটি পালিত হয় । উত্তর কলকাতার বীরেন্দ্র মঞ্চে সমাজের বিভিন্ন স্তরের কয়েকজন বিশিষ্ট নারীদের সম্বর্ধনা জানাল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গন । সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র বলেন , নারী পৃথিবীর অন্যতম সম্পদ। রাস্তার ভিক্ষুক থেকে ধনীর দুলাল সব নারীর মধ্যেই আছে শক্তির স্ফুরণ। নিজেদের আত্মসমীক্ষায় আত্মনির্ভর হয়ে বিকশিত হতে হবে।

এদিন সম্বর্ধনা পেলেন অভিনেত্রী পায়েল সরকার, সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, ক্রিয়েটিভ কিউর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও একটি বেসরকারি সংবাদ মাধ্যমের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শর্মিষ্ঠা ঘোষ, ইন্টারন্যাশানাল হিউম্যান রাইটস কাউন্সিলের সহ সম্পাদক রীনা বিশ্বাস, চলচ্চিত্র নির্দেশক লোপামুদ্রা মুখার্জি,বিজ্ঞানী ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড: তানিয়া দাস , নজরুল গবেষক দীপা দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *