
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি দক্ষিণ কলকাতার অভিজাত হিন্দুস্থান ক্লাবের উদ্যোগে রেইজিং দ্য ডাস্ট মিনি ম্যারাথন সিজন ৩ অনুষ্ঠিত হলো। রান ফর এ হেলদি ইউ অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানপালিত হয় ক্লাবের ৮০ তম বর্ষপূর্তিতে।

প্রায় দেড়হাজার নারী পুরুষ ও শিশুদের বর্ণাঢ্য অংশগ্রহণে আকর্ষণীয় হয়ে ওঠে শীতের সকাল।
সফল প্রতিযোগীদের প্রিমিয়াম ড্রাই ফিট জার্সি, রেস বিব, স্মারক ও পুষ্টিকর হট ক্লানু ব্রেকফাস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি অধিনায়ক গুরবক্স সিং। ক্লাবের পক্ষে সভাপতি সঞ্জ গোয়েঙ্কা বলেন, সুস্বাস্থ্য ও শৃংখলাবদ্ধ জীবন যাপনের বার্তা দিতেই এই ম্যারাথন। এই সফল উদ্যোগের অন্যতম কান্ডারী তরুণ প্রজন্মের কমিটি ও তাঁদের নেত্রী স্বাতী বিহানি। স্বাতী বিহানি জানান , বছরভর হিন্দুস্থান ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক মানব ঐক্যের বার্তা দেয়।
