
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : আমেরিকার ফ্লোরিডায় অরল্যান্ডো শহরে ১৩ থেকে ১৭ জুলাই ১০৭ তম আন্তর্জাতিক সন্মেলনে চলতি আর্থিক বছরে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লায়ন এ পি সিং। এই উপলক্ষ্যে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনার আয়োজন করা হয রাজ্যের লায়ন্স ক্লাবের তরফ থেকে।
১৯১৭ সালে শিকাগো শহরে মেলভিন জোন্স এই সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণ করেন। এখন যার সদর দফতর মার্কিন দেশের ওকব্রুক শহরে।২০০ টিরও বেশি দেশে রয়েছে ৪৬ হাজার শাখা সংগঠন। ভারতে ক্লাবের প্রতিষ্ঠা ১৯৫৬ সালে বর্তমান মুম্বাই শহরে। কলকাতায় প্রতিষ্ঠা ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি। সমাজসেবা ও পরিবেশের দূষণ মুক্ত করে আগামী প্রজন্মকে নিরাপদ রাখার বছরভর নানার কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন। রাজ্যের বিভিন্ন জেলাতেও এই সংগঠন বিস্তৃতিলাভ করে চলেছে।