
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ১২সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর কলকাতার উপকন্ঠে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের প্রায় ১৫০ সংস্থার স্টল নিয়ে অনুষ্ঠিত হলো ২৫ তম বর্ষ অতিক্রম করা মেলা কলকাতা উড ২০২৫। বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বাইয়ে সাড়া জাগিয়ে এই মেলা হলো কলকাতায়। শুধু কাঠ বা ম্যাট্রেস পণ্য নয়, শীর্ষস্থানীয় ব্র্যান্ড এই সব পণ্য উৎপাদনের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রের কার্যক্ষমতা প্রদর্শিত হয়। লাইভ ডেমো, বি ২ বি মিটিং , স্কিল উন্নয়ন , কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্মাতা, স’মিল মালিক, স্থপতি , গৃহসজ্জার সৃজন শিল্পীরা নিজের নিজের অভিজ্ঞতা বিনিময়ে ভবিষ্যতের রূপরেখা নির্মাণ করেন।
ইতিমধ্যেই ভারতেঅভ্যন্তরীণ বাজারে ও বিদেশের বাজার ক্রমশ সম্প্রসারণ হচ্ছে। সংগঠনের পক্ষে বলা হয়েছে কলকাতার এই মেলা সমগ্র পূর্বাঞ্চনের বিকাশ ও শিল্প রূপান্তরের সহযোগী হয়ে উঠেছে। সোনিয়া প্রশার এম ডি ও চেয়ারপার্সন অব দ্য বোর্ড নিউরেমবার্গ মেসে ইন্ডিয়া বলেন, এই শিল্পে জড়িত অভিজ্ঞ নির্মাতা, বিনিয়োগকারী ও প্রযুক্তিগত পেশাদারদের আগ্রহ দেখে বুঝতে অসুবিধে হয় না কলকাতা উড মেলাশুধুমাত্র একটি মেলা নয়, পূর্বভারতে এই শিল্পের বিকাশের প্রতীক।
