*
দিগদর্শন ওয়েব ডেস্ক : ডা: সুধীর চন্দ্র সূর্য ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্পোর্টের কমপ্লেক্স জে আই এস গ্রুপ এডুকেশনাল এবং আইডিয়া ও মিটার নিবেদন করল অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সামিট ২০২৪। অনুষ্ঠানটি হলো দমদমের সুর টেক ক্যাম্পাসে। আয়োজক ডিপারমেন্টস অফ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অফ সুরটেক শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল।
ছিলেন টাটা স্টিলের চীফ অফ রিসার্চ গ্রুপ প্রোডাক্ট ডেভলপমেন্ট এর ড: মনোজিত দত্ত,প্রাক্তন ডিন আই আই ই এস টি শিবপুর, ডিরেক্টর অধ্যাপক পি পি চট্টোপাধ্যায় আই আই ই এস টি – শিবপুরের অধ্যাপক মনোজিত ঘোষ, ইউনিভার্সিটি অফ মিচিগান এর আমন্ত্রিত অধ্যাপক সহকারী অধ্যাপক স্নেহাংশু পাল, ইউ এস এ পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির পোষ্ট ডক্টরাল ফেলো সমীর নন্দী, নেক্সট ইনোভোকেশন ওভারসিজ এডুকেশন কনসালটেন্সি স্নোবিন গর্গ ক্যান্টানবারী ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নিত্য নাগাইছ জি ই ডি ইউ, গ্লোবাল এডুকেশন প্রধান সাউথ এশিয়া, , মার্সি ইউনিভার্সিটি, নর্থ আমেরিকার প্রধান শিল্পী মিশ্র, জে আই এস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রিত সিং। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল টেকনোলজিক্যাল এডভান্সমেন্ট, রিসার্চ ট্রেন্ডস ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাডেমিয়া কোলাবরেশন্স।
বিস্ময় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাপলান ইন্টারন্যাশনাল, ক্যান্টারবারী ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি, লন্ডনের রাভেন্সবর্ণে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নর্টেডেম ও মার্সি ইউনিভার্সিটি উপস্থাপন করে তাদের শিক্ষা গবেষণাধর্মী সুবিধার কথা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটালস্ ও পরবর্তী উন্মেষ ( ওভারসিস এডুকেশন কনসালটেন্সি)। ছাত্রছাত্রীরা সরাসরি বিষয়ের ওপর উৎসাহ প্রদানের সুযোগ পান শিল্প প্রধান ও শিল্প পারদর্শীদের সঙ্গে একটি গভীর আবিষ্কারমূলক ও গবেষণামূলক আলোচনার ভিত্তিতে। জে আই এস শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সর্দার সিমারপ্রিত বলেন, এই ধরনের সামিট ছাত্রস্বার্থে একটি ইতিবাচক পদক্ষেপ।ছাত্রছাত্রীরা সরাসরি কর্মজীবনে প্রবেশের আগেই শিল্প সংস্থার পরিচালকদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন।শুধু একাডেমিক শিক্ষা নয়, দক্ষ কর্মী হয়ে ওঠার ক্ষেত্রে একটি বড় পাওনা এই সামিট।