*
দিগদর্শন ওয়েব ডেস্ক : কলকাতার উপকন্ঠে কৃষ্ণপুর এক প্রাচীন জনপথ। স্থানীয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৯৯৪ সাল থেকে পালিত হচ্ছে ঝুলন মহোৎসব। এই মহোৎসবে একদিকে যেমন প্রদর্শনী ওপূজার্চনা, তেমন এক মঞ্চে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় পাঞ্জা লড়া ও দেহ সৌষ্ঠব প্রদর্শনী। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে ব্যায়ামবীরেরা যোগ দেন। অনুষ্ঠানের পরিচালক অভিনেতা , প্রযোজক ও ব্যায়ামবীর অশোক রাজ। সম্পুর্ণ নিজের উদ্যোগে তিনি সারা বছর নতুন প্রজন্মকে স্বাস্থ্য শুধু সম্পদ নয়, দেহ এক মন্দির এই চেতনায় উদ্বুদ্ধ করে আসছেন।
শনিবার ঝুলন যাত্রা উপলক্ষে আয়োজিত অশোক আখড়া এক ব্যায়াম মন্দির নিবেদিত দেহ সৌষ্ঠব প্রদর্শন অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ ও রাষ্ট্রপতির কাছ থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করেন ঝুলন মেলার উদ্যোক্তা কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক তাপস প্রামাণিক। ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মঞ্চে ছিলেন বিশ্বজিৎ মণ্ডল, সনাতন মণ্ডল এবং বলরাম মণ্ডল।
আকর্ষণীয় অনুষ্ঠানে ছিল দেহ সৌষ্ঠব প্রতিযোগীদের প্রদর্শন পাঞ্জা লড়া দর্শকদের আকর্ষিত করে? মোট প্রতিযোগী ছিলেন ৩৫ জন। সবচেয়ে কমবয়সী প্রতিযোগীর বয়স ছিল মাত্র ৫ বছর। অনুষ্ঠানের আয়োজক সংস্থা ও পরিচালন সংস্থার তরফে কয়েকজন সাংবাদিককে সম্মান মহাফুজ রহমান, মেন্স ফিজিক স্মারক দেওয়া হয় । ছোটদের গ্রুপে আমিশারাজ যোগা গ্লাস ব্যালেন্স ও আর্টিস্টিক প্রদর্শন করে এবং বডি শো ও ফিটনেস প্রদর্শন করে অমররাজ ।
আর্ম রেস্টলিং বিভাগে চ্যাম্পিয়ন হন পার্থিব সাহা রায়। বাইসেপ কার্ল বিভাগে নবজিৎ ঘোষ, পুশআপ বিভাগে মহাফুজ রহমান, মেন্স ফিজিকে দীপঙ্কর সর্দার, বডি বিল্ডিংয়ে দেব কুন্ডু ও স্কোয়াটস বিভাগে বিজয়ী হন রাজবীর। এদিন সেরার সেরা পুরষ্কার জিতে নেন দেবকুমার কুন্ডু। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিমল কুমার চন্দ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন মহেশ্বরী বারুই, সূরজ জয়সয়াল, দীপায়ন ঘোষ, সমর্পিতা ঘোষ ও অভীরূপ ঘোষ।
বিজ্ঞাপন