ইস্টবেঙ্গলের নতুন কমিটিতে ঝুলন গোস্বামী

সুজিৎ চট্টোপাধ্যায়: পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ইস্টবেঙ্গল শিবিরে ২২ বছর সচিবের পদাধিকারী থেকে বুধ সন্ধ্যায় ক্লাব আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বিদায়ী ভাষণে রবীন্দ্রনাথের উক্তিকে উপস্থাপন করলেন প্রবীণ দলীয় সচিব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ক্লাব সভাপতি পদ থেকে অবসর নিলেন চিকিৎসক প্রণব দাশগুপ্ত। নতুন দায়িত্বভার গ্রহণ করলেন সচিব পদে রূপক সাহা ও সভাপতি পদে বিশিষ্ট ব্যাবসায়ী মুরারি লাল লোহিয়া।

অনুষ্ঠানের বড় চমক দেশের জাতীয় প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর সাধারণ সদস্য পদ অর্পণ। ঝুলন গোস্বামী বলেন, ছোট থেকেই ইস্টবেঙ্গল সমর্থক। কিন্তু দলের একজন সদস্যপদ দিয়ে আমাকে যে সম্মান দেওয়া হবে ভাবিনি। ক্লাবের সবাইকে শুভেচ্ছা।বিশেষ করে ক্লাবের প্রাণপুরুষ দেবব্রত সরকারকে। দেবব্রত সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের ফুটবল দল এবার আরও শক্তিশালীকরে গড়ে তোলা হবে। লক্ষ্য বআর্থিক ভাবে শক্তিশালী হয়ে ক্লাবকে আরও উন্নত করা। কিছুদিনের মধ্যেইআমরা আর একটি সাংবাদিক সন্মেলনে বিস্তারিত জানাবো।

নতুন কমিটিতে সভাপতি সচিব ও প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন আইনজীবী অজয় কৃষ্ণ চ্যাটার্জি, ব্যবসায়ী শঙ্কর বাগরি, কর্পোরেট সংস্থার চেয়ারম্যান শুভাশিস চক্রবর্তী, ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যকরী পরিচালক রাহুল টোডি ও সদ্য প্রাক্তন সভাপতি কল্যাণ মজুমদার হয়েছেন সহ সভাপতি? ক্লাবের বিভিন্ন পদে নিযুক্ত হলেন সাধারণ সহ সম্পাদক চিকিৎসক শান্তিরঞ্জন দাশগুপ্ত, সদানন্দ মুখার্জি, দেবদাস সমাজদার, সৈকত গাঙ্গুলি, সঞ্জীব আচার্য, প্রবীর কুমার দফাদার, পার্থপ্রতিম রায়, ইন্দ্রনীল ঘোষ, রজত গুহ।

২১ জনের সাধারণ সদস্য পদে নিযুক্ত হয়েছেন ঝুলন গোস্বামী, সুবীর গাঙ্গুলি,সন্তোষ ভট্টাচার্য , দিপ্তেন্দু মোহন বোস, সিদ্ধার্থ সরকার, দেবব্রত সরকার, বীরেন্দ্র কুমার সাহা , দীপঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ মজুমদার, তপন রায়, সুমন দাশগুপ্ত, অরিত্র রায়চৌধুরী, তমাল ঘোষাল, বেণীমমাধব ভট্টাচার্য, মানব পাল, শুভাশিস দাশগুপ্ত, সরোজ ভট্টাচার্য , মল্লি গাঙ্গুলি, দেবাশিস বোস, বিকাশ দত্ত ও বিপ্লব পাল। ব্যক্তিগত আলাপচারিতায় ক্লাবের মুখপত্র ইস্টবেঙ্গল সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক ক্রীড়া সাংবাদিক অরূপ পাল মে জানালেন , নতুন বাংলা বছরে নতুন কমিটির পদক্ষেপে ইস্টবেঙ্গল ক্লাব সাফল্যের এক ইতিহাস সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *