দিগদর্শন ওয়েব ডেস্ক : ছোট্ট একটা ঘরে দুই বাঙালি যুবক সব্যসাচী সাহা ও অভয় দেবনাথ ভবিষ্যতের চাহিদা অনুধাবন করে খুলেছিলেন একটি সংস্থা টেকনো এক্সপোনেন্ট। ব্যবসার বিষয় ডিজিটাল বিজনেস সলিউশন প্রোভাইডার।সি এম এম আই ম্যাচুরিটি লেভেল ৫ সার্টিফায়েড এই সংস্থা বিশ্বের তাবড় তাবড় সংস্থা যেমন রেডবুল, অ্যামাজন, ডিজনি, ফোর্বস, নাসার প্রযুক্তি সংস্থার বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যেই আদায় করেছে। এঁদের পরিষেবার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভলপমেন্ট ক্লাউড, ডেডিকেটিং হায়ারিং, প্রোডাক্ট মার্কেটিং, ইত্যাদিতে দক্ষতার পরিচয় দিয়ে টাইমস গ্রুপ ও এশিয়া ওয়ানের পুরষ্কার জিতেছে। এই মুহুর্তে সংস্থা ওয়েব ৩.০ ব্লক চেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে খুনি গুরুত্বপূর্ণ কাজ করছে। কর্মী সংখ্যা ৪০০।
সেক্টর ফাইভে সাত হাজার স্কোয়ার ফুটের অফিস থেকে ব্যাবসা বিস্তৃত হয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। সংস্থার সি ই ও এবং প্রতিষ্ঠাত সব্যসাচী সাহা সহ প্রতিষ্ঠাতা অভয় দেবনাথ সংস্থার১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে কলকাতার পূর্ব প্রান্তে রাজারহাটে এক সাত তারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, সংস্থার গ্লোবাল সি টি ও হিসেবে আছেন মাইকেল কলিন্স, আমেরিকার দায়িত্বে গ্রাহাম গদার্ড, পশ্চিম আফ্রিকায় যোসেফ অ্যাপেলটন, ও অন্যতম পরিচালক রিচমন্ড অ্যাপেলটন।
এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয়। সংস্থার ভবিষ্যত পরিকল্পনার এক রূপ রেখা দেওয়া হয়। সংস্থার কৃতি কর্মীদের পুরষ্কৃত করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।উপস্থিত ছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জ্যোয়েনিন্দ্র ঠাকুর সাহা, মাইকেল কলিন্স, সি টি ও গ্লোবাল, যোশেফ অ্যাপেলটন সি টি ও পশ্চিম আফ্রিকা।