কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন গুরু হতে চলেছে? পাবলিক রিলেশনস ও ইভেন্ট সংস্থা লঞ্চার্স ও হিন্দি দৈনিক বিশ্বামিত্র’র যৌথ উদ্যোগে সিম্পোজিয়াম

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ইদানিং কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেও এই শব্দের উৎপত্তি বি১৯৫৬ সালে। জনক জন ম্যাকার্থি। কিন্তু অ্যালান টুরিং ও সহযোগীদের প্রচেষ্টায় ৪০/৫০ দশকে যায় একটি পূর্ণাঙ্গ রূপ নেয়। বিজ্ঞানের ক্ষেত্রে যা একটি বিপ্লব। সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি কতটা ইতিবাচক ভাবে পরিবেশিত হবে তার ওপর নিরাপদে ভবিষ্যত গঠিত হবে।

মূলত গ্রীক পুরাণ পিগম্যালিয়ন ওর ট্যালোস ও মধ্যযুগীয় কল্পনায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার স্ফুরণ।১৯৭০ এ আই বি এম ডিপ ব্লু বিশ্বদাবা চ্যাম্পিয়ন কাসপারভকে হারিয়ে এ আই নিজের প্রযুক্তিগত উদ্ভাবনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে। এই মুহূর্তে উন্নত বিশ্বে ব্যবসা , বিজ্ঞান বিনোদন ও দৈনন্দিন জীবনে এ আই নিজের স্থান অপরিহার্য করে নিয়েছে। ফলে পেশাদারী জগতে ও সাধারণ জীবনে এ আই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
সম্প্রতি আলবেনিয়া সরকার মন্ত্রিত্বে স্থান দিয়েছে এ আই প্রযুক্তির রোবট ভিয়েলাকে। এই মন্ত্রীর দায়িত্বে থাকছে দুর্নীতির প্রতিরোধ বিভাগ। ব্যবহারিক পরিষেবা কেমনে মিলবে বোঝা যাবে কিছুদিনের মধ্যেই।

আমাদের দেশের এ আই ব্যবহার শুরু হয়ে গেছে। সমাজমাধ্যমটি মারফত আম জনতা এআই প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছেন। রাজনীতির পরিসরে এক পক্ষে আরেক পক্ষকের আক্রমণ করছেন এআই ব্যবহার করে। তীব্র প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে। সম্প্রতি কলকাতার ঐতিহ্যশালী শতাধিক পুরানোহিন্দুস্থান ক্লাবের সভাঘরে পাবলিক রিলেশনস ও ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা লঞ্চার্স ও হিন্দি দৈনিক বিশ্বামিত্র পত্রিকার তরফে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এ আই কি নতুন গুরু হতে চলছে শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন শ্রী শিক্ষয়তনের কম্পিউটার বিভাগের প্রধান অন্তরা ঘোষ, আই লিড শিক্ষাকেন্দ্রের চেয়ারম্যান প্রদীপ চোপড়া, আই সি এর সেন্টাল্ট কাউন্সিল মেম্বার আর্থিক পরামর্শদাতা সঞ্জীব সানঘি, ছাবাড়িয়া ইনফোটেক এন্ড জাস্ট ভিডিওস এর প্রধান কার্যকরী আধিকারিক হেমন্ত ছাবরিয়া, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির সহকারী অধ্যাপিকা বেণু বিভানী । সঞ্চালক ছিলেন ডব্লিউ এস ই’র প্রধান কার্যনির্বাহী আধিকারিক পুনম কানোরিয়া। বক্তারা প্রত্যেকেই এ আই প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা নিয়ে বলেন। আইসিস করে নতুন প্রজন্মকেএই প্রযুক্তিকে জীবনের সঠিক দিশা পেতে ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে স্বাগত ভাষণ দেন লঞ্চার্স সংস্থার প্রধান রাজীব লোধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *