কলকাতায় সাংগঠনিক কার্যালয় খুলল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন

**********

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্বে রপ্তানির ক্ষেত্রে চীনের পরই দ্বিতীয় স্থানে ঢালাই শিল্প। ইতিমধ্যেই এই শিল্পের নির্মণকারীডার্ট সংগঠন ৭৫ বছর পূর্ণ করল। দক্ষিণ পূর্ব কলকাতায় গড়ে তোলা হল নিজস্ব ভবন। শুক্রবার এই ভবনের দ্বার উদঘাটন করেন কেন্দ্রীয় সরকারের শিল্প বাণিজ্য ও উদ্যোগের প্রধান সচিব বন্দনা যাদব। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের রপ্তানি বাড়ছে। শুধু পণ্য রপ্তানি হয়েছে ১১.৬৮ বিলিয়ন ডলার। এই সংগঠন আগামীদিনে কলকাতায় একটি বিশ্ব বাণিজ্য মেলার যেন আয়োজন করে সেই অনুরোধ করেন।

সংগঠনের জাতীয় রপ্তানি কমিটির চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া বলেন, জাতীয় রপ্তানি প্রচার কেন্দ্র হিসেবে এই কার্যালয়ের নির্মাণ ইতিবাচক। সংগঠনের নবনিযুক্ত চেয়ারম্যান রবীন্দ্রপ্রকাশ সেহগাল বলেন, পূর্বাঞ্চলে একটি এক্সেলেন্স সেন্টারের প্রয়োজন ছিল। সংগঠনের সভাপতি নবনীত আগরওয়াল বলেন ভারতের ঢালাই শিল্পের একমাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব একদিকে পণ্য উৎপাদনের মাত্রা বাড়ানো অন্যদিকে রপ্তানি বাড়ানো। এরজন্য প্রয়োজনীয় সচেতনতা ও বিশ্ব বাজারের চাহিদা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ছড়িয়ে দেওয়া। আমরা তা করছি। সমীক্ষা অনুযায়ী ২০২৯ সালে ৩১ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছানোয়।

বিজয় বেরিওয়াল বন্দনা যাদবকে স্বাগত জানান। সর্বভারতীয় এই সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অরুণ গরডিয়া বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে প্রশাসনিক সহযোগিতার জন্য বন্দনা যাদবের কাছে আমরা কৃতজ্ঞ।

*********

************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *