ইনড্রাইভ ডেলিভারি চ্যাম্পিয়ন ২০২৪ পুরষ্কার দিল বিজয়ীদের

দিগদর্শন ওয়েব ডেস্ক: দেশের অন্যতম পরিবহন ও ডেলিভারি প্ল্যাটফর্ম ইনড্রাইভ কলকাতায় ইনড্রাইভ ডেলিভারি প্ল্যাটফর্ম চ্যাম্পিয়ন ২০২৪ প্রতিযোগিতার আয়োজন করেছিল। গত ১৯ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ চণ্ডীগড় ও দিল্লি এন সি আরে অনুষ্ঠিত করে এই পুরষ্কার বিতরণীঅনুষ্ঠান। যেসব অ্যাপ ড্রাইভাররা কঠোর পরিশ্রম আর সময়ানুবর্তিতা মেনে ডেলিভারির লক্ষ্যমাত্রা পূরণ করেছেন এমন বিজয়ীদের এই পুরষ্কার দেওয়া হয়। শুক্রবার কলকাতার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত কলকাতার ডেলিভারি ড্রাইভারদের মধ্যে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। সেরার সেরা বিজয়ীকে দেওয়া হয় মোটর সাইকেল।

সংস্থার ভারতীয় বিভাগের ম্যানেজার প্রতিপ মজুমদার বলেন, এই পুরষ্কার শুধু আমাদের সঙ্গীদের প্রেরণা বৃদ্ধির জন্য নয়, বরং পেশাগত উন্নয়নের স্বীকৃতি। বাজারি প্রতিযোগিতায় দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকের প্রেরিত বস্তু নিরাপদে ও অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়া সাফল্যের প্রতীক। এই পুরস্কারের বিজয়ী দেশের দিল্লি, চণ্ডীগড় ও কলকাতার ১৮ জন। প্রত্যেক শহরের ৬ জন।

দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার রজত পট্টনায়েক বলেন এই পুরষ্কার আসলে কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই ধরণের অনুষ্ঠান ভারতে ডেলিভারি বিপণনের ক্ষেত্রে ও লজিস্টিক শিল্পে উন্নয়নের দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *