******

দিগদর্শন ওয়েব ডেস্ক : সুস্থির ভবিষ্যত নির্মাণের চক্রবৃত্তাকার অর্থনীতি পরিকল্পনা ভাবনায় বৃহস্পতিবার সকালে মধ্য কলকাতার এক ঐতিহ্যশালী পাঁচতারা হোটেলে আয়োজিত হলো এক আলোচনা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অনুষ্ঠান। আয়োজক ইন্ডিয়ান চেম্বারে অফ কমার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পরিকল্পনাকারী, শিল্পপতি ও পুনর্নবীকরণ আবর্জনা বিশেষজ্ঞ। আবর্জনা পুনর্নবীকরণ প্রকল্পে চক্রবৃত্তাকার অর্থনীতি, পরিবেশ রক্ষা ও তার আর্থিকবিকাশে দীর্ঘমেয়াদি অগ্রগতি সম্পর্কে বক্তারা দিক নির্দেশ করেন।

বক্তাদের মধ্যে ছিলেন রাজ্য সরকারের পরিবেশ দফতরের অতিরিক্ত প্রধান আধিকারিক রোশনি সেন, প্রাক্তন আই সি সি সভাপতি সঞ্জয় বুধিয়া, আইসিসি ডি জি রাজীব সিং, পুরষ্কার জুরির বোর্ডের চেয়ারম্যান অলক মুখার্জি, সি ই ও কনসাল্টিভো সৈকত বসু, নাবার্ডের সি জি এম পি কে ভরদ্বাজ ,অধ্যাপক ড: অনির্বাণ গুপ্ত,অধ্যাপক ড: কে এম আগরওয়াল প্রমুখ।
বক্তারা প্রত্যেকেই পরিবেশ রক্ষা ও চক্রবৃত্তাকার আর্থিক প্রগতির দীর্ঘমেয়াদি সুফলের বিষয় তুলে ধরেন ।
সংগঠনের প্রাক্তন সভাপতি ও প্যাটন সংস্থার এমডি সঞ্জয় বুধিয়া রাজ্যের আবর্জনা পুনর্নবীকরণ প্রকল্পে কলকাতার ১২৮টি পুরসভায় ২০২৬ সালের মধ্যে জৈব ও প্ল্যাস্টিক বর্জ্যের সার, বায়োগ্যাস ও পুনঃব্যবহারযোগ্য দ্রব্যের একটি ধাপা যা শক্তিকেন্দ্রে পরিণত হতে চলেছে এই তথ্য তুলে ধরেন।
