দিগদর্শন ওয়েব ডেস্ক : মঙ্গলবার বিকেলে সল্টলেকে এইচ পি ঘোষ হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্তৃপক্ষের তরফে সি ই ও ঘোষণা করলেন, হাসপাতাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ১ম মাস্টারক্লাস সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে চলেছে ৩০ নভেম্বর সল্টলেকের একটি হোটেলের ব্যাঙ্কোয়েটে। এন্ডোস্পাইনোকন ২০২৪ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অনুষ্ঠানে বিশ্বখ্যাত স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ও শক্তির চিকিৎসকেরা জড় হবেন। পারস্পরিক অভিজ্ঞ্যতা বিনিময় করবেন। প্রযুক্তির নতুন উদ্ভাবন ও উন্নয়ন তুলে ধরবেন।
এই হাসপাতালের অন্যতম শল্য চিকিৎসক অমিতাভ বিশ্বাস বলেন , শিরদাঁড়া অপারেশনে বা চিকিৎসা একটি শুধু চিকিৎসা নয়, দীর্ঘদিন যাঁরা নানা বয়সী রোগী আমাদের কাছে আসেন তাঁদের মুশকিল আসান করার দায় আমাদের।আজকল্ট ২৪ ঘন্টার মধ্যেই সুস্থ্ হয়ে ওঠা সম্ভব। আর এক বিশিষ্ট চিকিৎসক সৌম্যজিৎ বসু বলেন, এই চিকিৎসার সেরা চিকিৎসকেরা এক জায়গায় মিলিত হয়ে যে মত বিনিময় করবেন সেটা ঐতিহাসিক।৩৯ নভেম্বরের অনুষ্ঠানে থাকবেলাইভ ডেমোস্ট্রেশন, প্রাসঙ্গিক বক্তৃতা, পারস্পরিক মত বিনিময় ও আধুনিক প্রযুক্তির সরঞ্জামের সঙ্গে পরিচিতি।