ঠাকুরমার ঝুলি সাফল্যের উৎসব পালন করল হাওড়ার লোকাল, এক্স ভিট

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলা সঙ্গীতের দুনিয়ায় একটি উজ্জ্বল নাম আশা অডিও।একবছর আগে নতুন প্রজন্মের প্রতিভাকে সঙ্গীতপ্রেমী মানুষদের সঙ্গে পরিচিত করতে গড়ে তোলা হয় নতুন প্ল্যাটফর্ম আশায় নেক্সট জেন। শুরু থেকেই জনপ্রিয়তায় শীর্ষে। হাওড়া লোকাল , এক্স ভিট উপস্থাপন করেছিল অডিও অ্যালবাম ঠাকুরমার ঝুলি। লক্ষ লক্ষ জেন জি’র পছন্দের এক নতুন দিশা।

ইয়েলো টার্টেল রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাজির হলেন লক্ষ্মীছাড়া, স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী, ভারতীয় হিপ হপ ধারার ইক্কা, ডিনো জেমস, গুলি গ্যাং এবং ডিভাইনস ইনস্টাগ্রাম পাতায় ঝড় তুলেছে। হাওড়া লোকাল এক্স ভিট এর সাফল্য আগামীদিনে আশা নেক্সট জেন এমনি নতুন প্রতিভাদের হাজির করে নজির সৃষ্টির দায়বদ্ধ থাকার অঙ্গীকার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *