
দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার কেন্দ্রীয় দফতরে পালিত হলো ৭৯ তম স্বাধীনতার দিবস। জাতীয় পতাকার উত্তোলন করেন জি এস আই -এর মহাপরিচালক অসিত সাহা। উপস্থিত ছিলেন সংস্থা আধিকারিক ড: জয়দীপ গুহ, প্রদীপ সিংহ ড: সাইবল ঘোষ, শিলাদিত্য সেনগুপ্ত সহ অন্যান্যরা আধিকারিক ও কর্মিতার।
অসিত ঘোষ সংস্থার ১৭৫ বছরের ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, খনিজ অনুসন্ধানে ভূবিজ্ঞানের গবেষণা এগিয়ে নীতের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয় নিরসন , জলবায়ু সহনশীলতা গড়ে তোলা এবং ভারতকে আত্মনির্ভর করার দৃষ্টিভঙ্গিকে উন্নত করাই সংস্থার লক্ষ্য।
এদিন ১৭৫ বর্ষপূর্তি স্মারক স্যুভেনির প্রকাশ করা হয়। বৃক্ষ রোপন হয়। সংস্থার সদর দফতর। দেশের ছটি আঞ্চলিক দফতর আছে লখনউ, জয়পুর, নাগপুর , হায়দরাবাদ, শিলং এ। এছাড়াও রয়েছে সব রাজ্যের রয়েছে রাজ্যের কার্যালয়। যা জি এস আআই -এর কেন্দ্রীয় খনি মন্ত্রকের অধীন সংযুক্ত দফতর।