
****
দিগদর্শন ওয়েব ডেস্ক : বাইপাসের মোড়ে রুবি হাসপাতালের বিপরীতে আনন্দপুরে ফিউচার গড়ে তুলেছে অত্যাধুনিক বাণিজ্যিক হাব। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হাবটির নামকরণ হয়েছে হাই স্ট্রিট। একদিকে সম্পূর্ণ শীততাপনিয়ন্ত্রিত অন্যদিকে আটটি লিফট তো আছেই থাকছে প্রায় ১০০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। থাকছে ই ভি চার্জিং স্টেশন। বাড়তি আকর্ষণ রুফটপ হল। আটতলা বিশিষ্ট এই হাবে প্রতি তলের মাপ দশহাজার স্কোয়ার ফিট।
ফরচুন রিয়েলটি অন্যতম ডিরেক্টর পদ্মনাভ ভারতিয়া শনিবার সন্ধ্যায় প্রকল্পের স্থানে আয়োজিত সাংবাদিক সন্মেলনে জানালেন, কলকাতার উপকন্ঠে আনন্দপুর অঞ্চলে এইমুহুর্তে মেট্রো স্টেশন তৈরি হওয়ায় বৃহত্তর কলকাতা ও হাওড়া শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হয়েছে। বাণিজ্যের অন্যতম শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। ফলে অত্যাধুনিক সর্বসুবিধাযুক্ত এই বাণিজ্যিক হাব বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিক্ষকেন্দ্রের জন্য উপযুক্ত বিবেচনা করেই এখানে গড়ে তোলা হলো হাই স্ট্রিট কমার্শিয়াল হাব।
ফরচুন রিয়েলটি সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং সঞ্জিত ঘোষ জানান , বাণিজ্যিক মহলে আনন্দপুর অঞ্চলে সদ্য গড়ে ওঠা হাই স্ট্রিট কমার্শিয়াল হাব এক বৈপ্লবিক পদক্ষেপ।১৯৮৫ থেকে সুনামের সঙ্গে এই সংস্থা গৃহ নির্মাণের ক্ষেত্রে কাজ করছে। ফরচুন হাইটস, ফরচুন এস্টেটস, ফরচুন টাউনশিপ, ফরচুন সিটি সাউথউইন্ডস ও স্বর্ণভূমি প্রকল্প প্রভূত জনপ্রিয়তা পেয়েছে। আগামীদিনে রিয়া প্রজেক্টস পরিকল্পনায় আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণে আবার মাইলস্টোন হতে চলেছে রিয়া গীতাঞ্জলি প্রকল্প।
