কম দামে বারাসতে ফরচুন রিয়েলিটি গড়েছে ফরচুন হাইটস আবাসন

দিগদর্শন ওয়েব ডেস্ক : পূর্ব ভারতের সুপরিচিত আবাসন নির্মাণকারী সংস্থা বারাসাতে গড়ে তুলেছে এই এলাকার সর্বশেষ আবাসন প্রকল্প। বিলাসবহুল আবাসন নির্মাণে সুখ্যাতথাকলেও সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে। এখানকার আবাসন মূল্য ৩২ লাখ টাকা থেকে শুরু। গত ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যেসব ক্রেতা ফ্ল্যাট বাবদ বুকিং করেছে তাঁদের জন্য একটি বিশেষ লাকি ড্র ঘোষণা করেছিল। বিজয়ী পাচ্ছেন সাত লাখ টাকার চেক। অন্য অংশগ্রহণকারীরাও পাচ্ছেন বিশেষ উপহার।

         ফরচুন রিয়েলিটি সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জিত ঘোষ বলেন, আমরা শুধু উচ্চ আয়ের ক্রেতাদের জন্য নয়, মধ্যবিত্ত ক্রেতাদের গ্রাহক সুরক্ষার কথা ভেবে আবাসন নির্মাণ করি। আমাদের নির্মাণের গুণমান ও স্বচ্ছতা নিয়ে ভোক্তাদের কোনো অভিযোগ নেই। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা ১৫০০ পরিবারকে সন্তুষ্ট করেছি। এখানকার নতুন আবাসনে ইতিমধ্যে ৬০০ টি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে।৪০০ পরিবার বসবাস করছে। প্রতিশ্রুতি মত সময়সীমার আমরা ফ্ল্যাট হস্তান্তর করি। ভবিষ্যতে আগামী আর্থিক বছরে হাওড়ায় একটি আরও গুরুত্বপূর্ণ আবাসিক ও ব্যবসায়িক প্রকল্প শুরু করতে চলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *