দিগদর্শন ওয়েব ডেস্ক : আই টি শিক্ষা প্রতিষ্ঠান জেট কিং ইনফোটেনের প্রতিষ্ঠাতা ও বিবেকানন্দ এডুকেশন ট্রাস্টি লেখক আত্মানুসন্ধানী সুরেশ জি ভারওয়ানীর লাকি ইউ ইংরেজি বইটির বই মেলায় প্রকাশ হলো ৩০ জানুয়ারি। এই উপলক্ষে জেট কিং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শনিবার এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে দক্ষিণ কলকাতার জেটকিং আই টি
শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানের মুখ্য আধিকারিক রাজশ্রী চক্রবর্তী বলেন, আজকের দ্রুত জীবনযাত্রায় দিশাহীন হয়ে পড়ছেন সাধারণ মানুষের ।বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান জেট কিংয়েই আছেন প্রায় সাড়ে সাতশ ছাত্রছাত্রী। এঁদের ভবিষ্যত জীবনে দিশা খুঁজে পেতে এই ধরণের বইয়ের প্রয়োজনীয়তা আছে। বস্তুবাদী দুনিয়ায় মানসিক ধী শক্তির বিকাশে বইটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ইতিবাচক জীবনের দৃষ্টিভঙ্গী নির্মাণের পাশাপাশি জীবনের লক্ষ্যের একাত্ম হতে পড়াশুনো, ব্যবহারিক প্রয়োগ, প্রতিষ্ঠা , সম্পর্কের বিন্যাস ও নিজের মানসিক উত্তরণে ভারসাম্য আনতে লাকি ইউ বইটির অবদান যথেষ্ট।বেশি কয়েক হাজার কপি বিক্রিত। বইমেলায় অল্প সংখ্যক বই মিলছে স্টল নম্বর ৫২২ এ।