
****
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতের প্রায় পাঁচ কোটি মানুষ অন্ধত্বের শিকার। ঠিকমত সময়ে চিকিৎসা পেলে ৯০ শতাংশ মানুষ দৃষ্টিশক্তির ফিরে পেতে পারেন। তাই বাংলার প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের দুয়ারের উন্নত চক্ষু পরিষেবা পৌঁছে দিতে শুক্রবার বিকেলে পূর্ব ভারতে প্রথম মোবাইল ভিশন ক্যাম্পের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে।

পরিষেবা ভ্যানটির উদ্বোধন করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, বসিরহাট জেলার স্বাস্থ্য বিভাগের সি এম ও এইচ -২ ডা: অনুপম ভট্টাচার্য। প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পরিষেবাকারী শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটের সহযোগী কগ্নিজেন্ট সংগঠনের আধিকারিকেরা। ছিলেন সংগঠনের কলকাতা কোর কমিটির প্রধান সৈয়দ তানভীর হুসেন, চক্ষুসংক্রান্ত বিভাগীয় পরিচালক মৃণাল শর্মা ও উদ্যোগী সংস্থার ডিরেক্টর ডা: শিবাশিস দাস।
এই মোবাইল ভ্যানে থাকছে অত্যাধুনিক চক্ষু স্বাস্থ্যের প্রয়োজনীয় প্রযুক্তি। শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটের পরিচালক ডা: শিবাশিস দাস বলেন , কগ্নিজেন্ট সংগঠন ও রাজ্য সরকারের সহযোগিতায় বাংলার প্রান্তিক মানুষের চোখের স্বাস্থ্যরক্ষার যে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেই দায়বদ্ধতা পালনের প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শ্লোগান, সাইট ফর অল।
প্রধান অতিথির ভাষণে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান,সরকার পরিষেবায় একশ শতাংশ দেওয়া সম্ভব নয় সীমাবদ্ধতার কারণে। সেক্ষেত্রে যততার সম্ভব এই ধরণের বেসরকারী হাসপাতাল বা সমাজসেবী সংস্থাকে সহযোগিতার দিয়ে আমরা বাংলার প্রান্তিক মানুষদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারি বিনামূল্যে বা স্বল্প মূল্যে।
