******
দিগদর্শন ওয়েব ডেস্ক : শুক্রবার কার্তিক পূর্ণিমায় ৭২ বছর আগে গড়ে ওঠা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত , সেই গঙ্গার ধারে ধর্মীয় পরিবেশে গঙ্গা আরতি করে দেব দীপাবলী পালিত হল।
এবার মন্দির কমিটির আমন্ত্রণে হৃষিকেশ থেকে আসেন স্বামী চিদানন্দ সরস্বতী । হৃষিকেশ পরমার্থ নিকেতন আশ্রমের সন্ন্যাসী দেব দীপাবলী প্রসারের অন্যতম স্বামীজী চিদানন্দ বাঁধাঘাট গঙ্গাতীরে গড়ে ওঠা বঙ্গেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে বলেন, হৃষিকেশ থেকে গঙ্গার উৎপতি, কলকাতায় সেই গঙ্গার মিলন সাগরে। এই তীর্থ বিবেকানন্দের জন্মভুমি। ঈশ্বর আরাধনার সঙ্গে গাছ লাগিয়ে প্রকৃতির পুজো করুন। মন্দির ট্রাস্টের পক্ষে ও গ্রিসের কনসাল জেনারেল সুধীর জালান বলেন,২০১৫ সালে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬১ ফুট মহাদেবের মূর্তির উদ্বোধন করেন। আমরা এখানে দেব দীপাবলী আয়োজন করে গর্বিত। ভক্তরা হাজার কয়েক প্রদীপ জ্বালিয়ে গঙ্গাদেবীর আরাধনা করেন।