দিগদর্শন ওয়েব ডেস্ক ,: কলকাতার একটি প্রথম সারির মাল্টিসুপারস্পেশালিটি হাসপাতাল ডিসানে আমেরিকান হার্ট এসোসিয়েশনের শিক্ষাক্রম অনুসারে তিনদিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত। মূলত অ্যাডভান্স কার্ডিও ভাসকুলার লাইফ সাপোর্ট ও বেসিক লাইফ সাপোর্ট বিষয়। এই কর্মশালায় হাতে কলমে শিক্ষা, প্রশ্নোত্তর পর্ব চলে ডাক্তার, চিকিৎসা কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে। ডা,: অমিত ভৌমিকের নেতৃত্বে এই কর্মশালায় যোগদানকারীদের ব্রেইন স্ট্রোক, কার্ডিয়াক ইমারজেন্সি সম্পর্কে স্পষ্ট ধারণা ও সি পি আর কৌশলগুলি বিজ্ঞানের সূত্র অনুযায়ী পরিবেশিত হয়।
ডা: ভৌমিক বলেন, এই কর্মশালার মধ্য দিয়ে জরুরি ক্ষেত্রে চিকিৎসাকে কার্যকর করার যে জ্ঞান ও দক্ষতার সূত্র প্রদান করা হয় তা চিকিৎসক, চিকিৎসা কর্মী ও সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আগামীদিনে পেডিয়াট্রিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট ও অ্যাডভান্স ট্রমালাইফ সাপোর্ট বিষয়ে কর্মশালা করা হবে। ডিসান হাসপাতালের গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন, ঐতিহ্যগত স্বাস্থ্য পরিষেবায় কর্মদক্ষতা প্রসারিত করার প্রতিশ্রুতি আমাদের আছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের আমেরিকান হার্ট এসোসিয়েশনের সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট আন্তর্জাতিক মানের স্বীকৃতি।