দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার ডিসান হাসপাতাল সামাজিক দায়বদ্ধতার নিরিখে বেহালা ব্লাইন্ড স্কুলের ছাত্র ও শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে। অনুষ্ঠানটির আয়োজক ডি সান ইনস্টিটিউট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন’স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২০ জন ছাত্র ও ৩০ জন শিক্ষক? স্বাস্থ্য পরীক্ষার তালিকায় ছিল বি এম আই মূল্যায়ন, রক্তচাপ পরীক্ষা, দাঁতের পরীক্ষা। শিক্ষকদের ডায়াবেটিক স্ক্রিনিং ও প্রত্যেকের জন্য ই সি জি পরীক্ষা।
ডিসান হাসপাতালের তরফে গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন ব্লাইনস্কুলে ছাত্ শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আমরা নৈতিক দায়িত্ব পালন করলাম। স্কুলের তরফ থেকে ডিসান হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করা হয়। বছরব্যাপী ডিসান হাসপাতালের সমাজসেবামূলক বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।